এমন মেঘলা দিনে
এক পেয়ালা গরম চায়ে,
খানিক মন খারাপের
তৃপ্তি নেয়া যাক।
এমন মেঘলা দিনে
তোমার নামে আয়েশ করে,
দুএক ফোঁটা জল ঝরানো যাক।
দেয়াল জুড়ে লেপ্টে থাকা
বৃষ্টি ফোঁটার আচল জুড়ে
আরো খানিক দুঃখ বুনা যাক।
চমকে উঠা আলোর খেলায়
মিথ্যা মায়ার টুনকো প্রেমের
প্রেমিক সেজে,একটু হেসে,
এবার খানিক কবিতা জপা যাক।
মেঘলা দিনের গল্প লিখে
কয়েক পাতা টুকরো করে,
ইচ্ছে খেলার নাও বানিয়ে
স্রোতের কুলে ভাসিয়ে দেয়া যাক।
আজকে এমন মেঘলা দিনে
তোমার নামে বৃষ্টি ছুঁয়ে,
তোমার হওয়া যাক।
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1