A jug fills drop by drop.

— Buddha

বিপ্রতীপ

মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি(২)
জিহ্বার ছোঁয়ায় ধুয়ে গেছে গো
সেই সে কবের আদর
মুছে গেছে সব
তবুও তুমি মাথা উঁচু করে
বারে বারে বল তোমায় ভালবাসি
তবুও তুমি
মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি।
অন্তরে তোমার সর্বনাশা হাসি
অধর্মের খাঁচায় গুমড়ে
কাঁদে মনপাখি আমার কাঁদে মনপাখি (২)
তবুও তুমি মাথা উঁচু করে
বারে বারে বল তোমায় ভালবাসি
তবুও তুমি
মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি
ভাঙ্গনের প্রলাপে রত তোমার দৃষ্টি নদে
অবিরত বেঁচে রই
রক্তস্নাত হয়ে আমি রক্তস্নাত হয়ে (২)
তবুও তুমি মাথা উঁচু করে
বারে বারে বল তোমায় ভালবাসি
তবুও তুমি
মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি
মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি
জিহ্বার ছোঁয়ায় ধুয়ে গেছে গো
সেই সে কবের আদর
মুছে গেছে সব
তবুও তুমি মাথা উঁচু করে
বারে বারে বল তোমায় ভালবাসি
তবুও তুমি
মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি।।

শিরোনামঃ বিপ্রতীপ
কন্ঠঃ সুমি
কথাঃ আশিক
ব্যান্ডঃ লালন
অ্যালবামঃ বিপ্রতীপ

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply