মৈত্রী দ্বারা শত্রুকে জয় করবে সাধুতার দ্বারা অসাধু কে জয় করবে, ক্ষমার দ্বারা ক্রোধকে জয় করবে, ও সত্যের দ্বারা মিথ্যেকে জয় করবে।

— গৌতম বুদ্ধ

বিধি রে রেখো না গো এ আঁধারে

বিধি রে
রেখো না গো এ আঁধারে,
লাগে অসহায়।।
স্নেহ ভালবাসা ছাড়া,
বাঁচি কি উপায়।।
বিধি রে।
আমি যে গো প্রেমের কাঙাল,
বোঝাই বলো কারে,
যার বুকে জড়িয়ে ধরি,
সেইতো ছোবল মারে।।
শূন্য বুকে ব্যথার পাহাড়।।
আকাশ ঢেকে যায়।
স্নেহ ভালবাসা ছাড়া,
বাঁচি কি উপায়।।
বিধি রে।
চারিদিকে এত মানুষ,
কেউ তো আমার নয়,
কাকের বাসায় কোকিল আমি,
এইতো পরিচয়।।
এমন কপাল সবই আছে।।
কিছুই আমার নয়।
স্নেহ ভালবাসা ছাড়া,
বাঁচি কি উপায়।।
হো রেখো না গো এ আঁধারে
লাগে অসহায়;
রেখো না গো এ আঁধারে
লাগে অসহায়।
স্নেহ ভালবাসা ছাড়া,
বাঁচি কি উপায়।।
বিধি রে,বিধি রে,বিধি রে
বিধি রে,বিধি রে।

বিধি রে রেখো না গো এ আঁধারে
Bidhi Re Rekho Na Go E Andhare
ছায়াছবি: মায়ের আঁচল
সুর: অশোক ভদ্র
শিল্পী: কুমার শানু

bidhi re rekho na go lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0