হে বিশ্বাসীগণ নিজের আত্মাকে পাহারা দাও ৷ যদি তুমি ন্যায়ের অনুসরণ কর, বিপথগামীরা তোমার কোন ক্ষতিই করতে পারিবে না ৷

— আল কোরআন

বিদ্বেষের বাড়ি

বিদ্বেষ বাড়ি তৈরি করেছে
আমরা দেখতে যাচ্ছি বিদ্বেষের বাড়ি
সঙ্গে আলো নেই
সঙ্গে আছে ধর্মের সুড়সুড়ি

জয়ের পতাকা উড়ছে
বিজয়ের রথে ছুটছে ধ্বনি
কুরুক্ষেত্রে বাণ ছুড়ছে
আমাদের নবজন্মের ফাল্গুনী

রক্ত গড়ছে
সেতুতে সন্ধ্যা নামে
বিদ্বেষ বাজাচ্ছে বাঁশি
জাত-ধর্মের নামে ….

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply