বিজয়ের রং

	
	

























































			
			











Endurance is one of the most difficult disciplines, but it is to the one who endures that the final victory comes.

— Buddha

বিজয়ের রং

বিজয় মানে মুক্ত হাওয়া আমাদের এই দেশে,
বিজয় মানে অন্নপূর্ণার আগমনের বেশে।
বিজয় মানে মায়ের থেকে কুড়িয়ে পাওয়া ধন,
বিজয় মানে আমার কাছে সবচেয়ে আপনজন।
বিজয় মানে কৃষ্ণচূড়া থরে থরে ফোটে,
বিজয় মানে সহস্র ঘোড়া উদ্যম বেগে ছোটে।
বিজয় মানে ফুলে ফুলে ভরে কোমলবন,
বিজয় মানে আমাদের ঐ লাল চেতনার রঙ।
বিজয় মানে খাঁটি সোনার ফসল ফলায় চাষি,
বিজয় মানে গ্রামীণ তীরে বাজায় রাখাল বাঁশি।
বিজয় মানে বাংলায় বিশুদ্ধ বাতাস বয়ে যায়,
বিজয় মানে চাঁদোয়া জ্বলে শুভ্র মন নীলিমায়।
বিজয় মানে রবির ছায়া কাজল দিঘির পাড়ে,
বিজয় মানে কালো ককিলের মধুক্ষরা স্বরে।
বিজয় মানে বাতাসের আবেশে বদ্ধ দরজায়,
বিজয় মানে নবীন তীব্র স্বচ্ছ পূর্ণিমায়।
বিজয় মানে সুদূর আজ প্রসস্থ প্রান্তরে,
বিজয় মানে জ্যোৎস্নার সাথে তারারা ঝড়ে পরে।
বিজয় মানে আমি যেন স্তব্ধ হয়ে শুনি,
বিজয় মানে খুলে যাবে সমস্ত বাধুনি।
বিজয় মানে সবুজ অরন্যে ভরপুর ডালে ডালে,
বিজয় মানে বনচারী দোলে বাতাসের তালে তালে।
বিজয় মানে প্রেমধারা জল রৌদ্র জোছনায়,
বিজয় মানে প্রাঞ্জল বিপ্লব আপন পতাকায়।
বিজয় মানে নতুন নামের স্বাধীন বাংলাদেশ,
বিজয় মানে শুধুই এদেশে হাজার রঙের বেশ।

Writer: MD Mokhlesur Rahman

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply