Journey from the self to the Self and find the mine of gold. Leave behind what is sour and bitter and move toward the sweet.

বাঙালী সংস্কৃতি হিন্দুয়ানী

বাঙালী সংস্কৃতি হিন্দুয়ানী
Bangali Sanskrity Hinduani
কথা, সুর ও শিল্পী : অর্জুন বিশ্বাস
[বাঙালী সংস্কৃতি
যত সব রীতিনীতি
সবই নাকি হিন্দুয়ানী!
সমালোচকের বাণী]-২
[পহেলা বৈশাখ উদযাপন,
বাঙালির বর্ষবরণ]-২
যারা মঙ্গল শোভাযাত্রী তারা নাকি অন্ধ!
[ধর্ম সংস্কৃতি নিয়ে এই/যত দ্বন্দ্ব]-৪
[সংস্কৃতি ও ধর্ম কখনো তো এক নয়
সংস্কৃতি হলো জাতির পরিচয়]-২
জাতির পূর্বসূরীদের আচার-আচরণ,
জীববৈচিত্র্য,মানুষের জীবনযাপন
এই সবকিছুর প্রকাশে পালনেই আনন্দ!
[ধর্মের সাথে সংস্কৃতির নাই দ্বন্দ্ব]-৩
তবু ধর্ম-সংস্কৃতি নিয়ে যত দ্বন্দ্ব!
[এই জনপদে নানান ধর্মের মানুষের বসবাস
সবাই তো এক-বাঙালী যুগ যুগের ইতিহাস]-২
যার যার ধর্ম সে সে করছে পালন,
অসাম্প্রদায়িক চেতনা করছে লালন।
সংস্কৃতির চর্চা পালন হয়নি বন্ধ।
[ধর্মের সাথে সংস্কৃতির নাই দ্বন্দ্ব]-৩
তবু ধর্ম-সংস্কৃতি নিয়ে যত দ্বন্দ্ব!
[ধর্মসত্তা-জাতিসত্তা দুটোই আলাদা,
সংস্কৃতি পালনে ধর্ম নয় বাধা]-২
সকল ধর্মের উর্দ্ধে সবার বাঙালীয়ানা,
সংস্কৃতি চর্চায় হয়না ধর্মটা কানা।
এই সংস্কৃতির মধ্যেই আছে শেকড়ের গন্ধ।
[ধর্মের সাথে সংস্কৃতির নাই দ্বন্দ্ব]-৩
তবু ধর্ম-সংস্কৃতি নিয়ে যত দ্বন্দ্ব।
বাঙালী সংস্কৃতি
যত সব রীতিনীতি
সবই নাকি হিন্দুয়ানী!
সমালোচকের বাণী
[পহেলা বৈশাখ উদযাপন,
বাঙালির বর্ষবরণ]-২
যারা মঙ্গল শোভাযাত্রী তারা নাকি অন্ধ!
[ধর্ম সংস্কৃতি নিয়ে এই/যত দ্বন্দ্ব]-৪

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply