বর্ষার প্রথম দিনে, ঘন কালো মেঘ দেখে,
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়,
সেদিন তাহার সাথে কর পরিচয়।
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
বর্ষার প্রথম দিনে।।
জীবনের সব ভুল যদি ফুল হয়ে যায়,
যদি কোন দিন আসে জোৎস্নার
আঁচলে ঢাকা মধুর সময়,
তখন কাছে এসো, তাহাকে ভালবেসো,
সেদিন তাহার সাথে কর পরিচয়।
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
বর্ষার প্রথম দিনে।
জীবনের সব কালো যদি আলো হয়ে যায়,
দূর হয়ে যায় যদি ছায়াদের আঁধার সময়।
তখন কাছে এসো, তাহাকে ভালবেসো
ছায়াময়ী কারো সাথে করো পরিচয়।
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
বর্ষার প্রথম দিনে।”
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
সুর, কথাঃ হুমায়ুন আহমেদ
ছবিঃ দুই দুয়ারী
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1