প্রাণের রাধার কোন ঠিকানা,
কোন ভুবনে কোন ভবনে,
বলতে পারে কোন সজনী, কোন স্বজনে!
ঘুরে দেশে দেশান্তরে,
এলাম শেষে তেপান্তরে,
রাধার দেশে পেলেম না রে
শুধাইলাম জনে জনে!
হায় কি তারে পাবো না কো
দিশেহারা এই জীবনে!
মনের চকোর কেঁদে মরলো,
হায়, চাঁদ উঠেছে কোন গগনে!
প্রাণের কথার লিখনগুলি
লিখে নিয়ে তুলে রাখি!
ডাকঘরে হায় নিলে না কো,
ফিরে দিলে ডাকপিয়নে!
Credits
Writer(s): Ashok Roy, Tarashankar Banerjee
praner radhar kon thikana lyrics
Praner Radhar Kon Thikana | প্রাণের রাধার কোন ঠিকানা
What’s your Reaction?
+1
2
+1
1
+1
+1
+1
+1
+1
Leave a Reply
You must be logged in to post a comment.