প্রত্যাশার অন্ধকারে

আলো রঙের অন্ধকারে
একটুখানি মানুষ খুঁজি
অর্থকড়ি নেইকো কিছুই
ভালবাসার সামান্য পুঁজি।

হাতটি দিয়ো এই নিঃস্ব হাতে
মুখটি তুলে চেয়ো আঁখিপাতে
সংকটের এই অন্ধরাতে
দেখা হোক তোমার সাথে।

বিশ্বাসেরা আসুক ফিরে
এই ভাঙা সংসারে
দুঃখগুলি আনন্দে ভাসুক
কান্নাগুলি ছন্দে হাসুক।

মানবকাঙাল এ সভ্যতায়
ফিরে আসুক মানবহাওয়া
গুছিয়ে নেবো আবার তবে
নষ্ট হওয়া হৃদয়খানা।

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments

Leave a Reply