When you reach the end of your rope, tie a knot in it and hang on.

— Franklin D. Roosevelt

পলাশ ফুটেছে শিমুল ফুটেছে

পলাশ ফুটেছে শিমুল ফুটেছে
এসেছে দারুন মাস
আমি জেনে গেছি তুমি
আসবে না ফিরে
মিটবে না পিয়াস।।

কতদিন কত আশার স্বপন
দেখেছি সঙ্গোপনে
হৃদয় আমার ভরিয়ে ছিলাম
দখিনা সমীরনে
স্বপন আমার বিফল হলো
আসেনি সে মধুমাস।।

তোমার রঙিন কুঞ্জ মেলায়
রঙ দিতে আমি এসে
এ মন আমার রাঙিয়ে ছিলাম
তোমাকেই ভালোবেসে
সুখের বাতাস বহে না এখন
হৃদয়ে দীর্ঘশ্বাস।।

তপন চৌধুরী – পলাশ ফুটেছে শিমুল ফুটেছে

polash futeche shimul phuteche lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply