আস্তাবলের পাশে
আমাদের নুনজীবন কেঁপে ওঠে
হ্রেষারবের অভিলাষে ঝড় বয়ে যায়
বাঁকা কোনো চাঁদের সম্মোহনে
দাঁড়াতে পারি না
আলোর লিঙ্গরা উদ্ধত ধর্ষণ বিলি
করে
ঘামের পর্দা উড়ে গেলে
এক ঘোরের নিরীহ প্রত্যয় জেগে
ওঠে
খুব ক্লান্ত লাগে তখনও
দাঁড়াবার ইচ্ছা করে না আর
আস্তাবল প্রসঙ্গবিহীন নীল যুদ্ধের দিকে ঠেলে দিতে থাকে
নুনজীবনের ঘুম
Writer: তৈমুর খান
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1