নীল আকাশের নিচে এই পৃথিবী

	
	

























































			
			











To live a pure unselfish life, one must count nothing as one’s own in the midst of abundance.

— Buddha

নীল আকাশের নিচে এই পৃথিবী

নীল আকাশের নিচে এই পৃথিবী

আর পৃথিবীর পরে′ ঐ নীল আকাশ,

তুমি দেখেছো কি?

আকাশ, আকাশ, শুধু নীল, ঘন নীল,

নীলাকাশ

সেই নীল মুছে দিয়ে আসে রাত,

পৃথিবী ঘুমিয়ে পড়ে

তুমি দেখেছো কি?

তুমি রাতের সেই

নীরবতা দেখেছো কি?

শুনেছো কি রাত্রির কান্না

বাতাসে বাতাসে বাজে তুমি

শুনেছো কি?

নিবিড় আ্ঁধার নেমে আসে ছায়া ঘন

কালো রাত

কলরব, কোলাহল, থেমে যায়- নিশীথ

প্রহরী জাগে

তুমি দেখেছো কি?

এই বেদনার ইতিহাস শুনেছো কি?

দেখেছো কি মানুষের অশ্রু,

শিশিরে শিশিরে ঝরে

তুমি দেখেছো কি?

অসীম আকাশ, তারই

নিচে চেয়ে দেখো

ঘুমায় মানুষ, জাগে শুধু কতো ব্যথা,

হাহাকার

ছোট ছোট মানুষের ছোট ছোট আশা

কে রাখে খবর তার,

তুমি দেখেছো কি?

আর শুনেছো কি মানুষের কান্না,

বাতাসে বাতাসে বাজে

তুমি শুনেছো কি?

Writer(s): Hemant Kumar Mukherjee, Gouri Prasanna Majumdar

Neel Akasher Niche lyrics Hemanta Mukherjee

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply