নিঃসঙ্গতা

	
	

























































			
			











We accept the love we think we deserve.

— Stephen Chbosky

নিঃসঙ্গতা

https://youtu.be/8mHbsQ7-VWc

কেনো এই নিঃসঙ্গতা
কেনো এই মৌনতা
আমাকে ঘিরে
কেউ না জানুক কার কারনে
কেউ না জানুক কার স্বরণে
কোন পিছু টানে
তবুও জীবন যাচ্ছে কেটে
জীবনের নিয়মে

স্বপ্ন গুলো অন্য কারো
ভুলগুলো আমারি
কান্নাগুলো থাক দু চোখে
কষ্ট আমারি
ভেবে নেব প্রেম আলেয়ার আধারি

কেউ না জানুক কোন বিরহে
দিন চলে যায় আজ কিভাবে
কোন পিছু টানে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে

ইচ্ছে গুলো থাক হৃদয়ে ব্যর্থতা আমারি
সুখ না হোক অন্য কারো দুঃখরা আমারি
ভুলে যাব মন কেনো আজ ফেরারী

কেউ না জানুক কোন হতাশায়
দিন চলে যায় নিরবে হায়
কোন পিছু টানে
তবুও জীবন যাচ্ছে কেটে
জীবনের নিয়মে

কেনো এই নিঃসঙ্গতা
কেনো এই মৌনতা
আমাকে ঘিরে
কেউ না জানুক কার কারনে
কেউ না জানুক কার স্বরণে
কোন পিছু টানে
তবুও জীবন যাচ্ছে কেটে
জীবনের নিয়মে

Song: Nishshongota [Keno Ei Nishongota, Keno Ei Mounota] Singer: Partho Barua Album: Aaj Din Katuk Gaane Band: Souls Album Type: Band Album

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply