এবার নতুন ফাগুন এলো আমাদের ঘরে
যে কোকিল ডাকেনি এতদিন
সেও ডাকবে—ডেকে ডেকে করবে ঘোষণা
আমিও কদম গাছে উঠে শিস দেবো
ঘাটে ওর কলসি ভেসে যাবে
অথবা দুলবে কলসির জল সরু মাজা পেয়ে
এপাশে ওপাশে বাঁশবনে ধূপছায়া পথে
রাঙা পা হেঁটে যাবে খালি পায়ে
শুকনো পাতার আওয়াজে বাজবে বাঁশি
আমার লাজুক কামনাগুলি দুলবে ডালে ডালে
এবার হাওয়া অন্যরকম বয়ে যাবে
কেউ আর চেঁচাবে না প্রাচীন কলরবে
শিহরনগুলি ছড়িয়ে দেবো সব ফুটন্ত ফুলে
বাক্য ও শব্দের ভ্রমরে গুঞ্জন করবে শুধু
কোলন আর সেমিকোলনে দাঁড়াবো পথ ঘিরে!
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1