You have brains in your head. You have feet in your shoes. You can steer yourself any direction you choose

— Dr. Seuss

দ্যাখো মানসী ওই দিগন্তে দ্যাখো

দ্যাখো মানসী
ওই দিগন্তে দ্যাখো
ওই জীবনের সীমান্তে উড়ছে পাখি
ওই পাখিটাও পোষ মেনেছিল একদিন ভালবাসায়
ভালবাসা বলবে কি অন্ধ আকর্ষণ
করতে চাই না আমি তর্ক ভীষণ
আমার দিক থেকে আজও তোমাকেই
ভালবেসে যাই
ভালবাসা না হলে কি অনুশাসনের যুগে হঠাৎ
বড় হওয়ার ছন্দটা খুঁজে পেয়ে
মনে মনে লেখা হাজারটা চিঠি
তোমাকে পাঠাই
সে চিঠি পাওনি তুমি আজকে বুঝেছি, যখন
সময় চলে গেছে তোমাকে নিয়ে
আমার থেকে বহুদূরে তুমি
দাঁড়িয়েছ উজ্জ্বলতায়
আমার থেকে বহুদূরে তুমি
দাঁড়িয়েছ উজ্জ্বলতায়
আমার থেকে বহুদূরে তুমি
দাঁড়িয়েছ উজ্জ্বলতায়
অজানা কী নীল ফুল
গোছাগোছা ছিল আঁকা তোমার পোশাকে
তুমি পরে আসতে সবসময়
সবসময়
সেই যে নীলের নেশা লাগিয়ে দিয়েছ মনে
আমার জীবনে আর সে নীলকে ভুলবার নয়
বাতাস তোমার আসবার কথা বয়ে আনলেই
আমি অপেক্ষা করতাম
তোমায় ছোঁয়ার
ছোঁয়ার
তুমি পাশে এসে বসতেই কেটে যেত সময়টা
আর এভাবেই কেটে গেছে সময় আমার
শোনো মানসী, শোনো কারও হাহাকার
দরজার কাছে দাঁড়িয়ে আমার সাথে
আরেকবার, শুধু একবার
দ্যাখো মানসী
ওই দিগন্তে দ্যাখো
ওই জীবনের সীমান্তে উড়ছে পাখি
শুধু তোমার ক্ষমতা আছে
পাখিটাকে কাছে ডাকবার
শুধু তোমার ক্ষমতা আছে
পাখিটাকে ঘরে ফেরাবার
মানসী তোমার সাথে আলাপচারিতা শুরু
সেই যে হয়েছে
তাকে শেষ করা যায়নি আজও
আজও
মানসী জানি না কোথায় তুমি
এ মুহূর্তে অনিশ্চয়তা নিয়ে
কেমনভাবে বেঁচে আছ
তোমার চলে যাওয়ার আকস্মিকতায়
ভেঙে গেছি আমি আর
শেষ হয়ে গেছে প্রত্যয়
প্রত্যয়
মৃত্যুভয় আমার কোনওদিন ছিল না
জাঁকিয়ে বসেছে আমায় এখন
জীবনের ভয়
শোনো মানসী, শোনো কারও হাহাকার
দরজার কাছে দাঁড়িয়ে আমার সাথে
আরেকবার, শুধু একবার
দ্যাখো মানসী
ওই দিগন্তে দ্যাখো
ওই জীবনের সীমান্তে উড়ছে পাখি
শুধু তোমার ক্ষমতা আছে
পাখিটাকে কাছে ডাকবার
শুধু তোমার ক্ষমতা আছে
পাখিটাকে ঘরে ফেরাবার
ভালবাসা না হলে কি অনুশাসনের যুগে হঠাৎ
বড় হওয়ার ছন্দটা খুঁজে পেয়ে
মনে মনে লেখা হাজারটা চিঠি
তোমাকে পাঠাই
সে চিঠি পাওনি তুমি আজকে বুঝেছি, যখন
সময় চলে গেছে তোমাকে নিয়ে
আমার থেকে বহুদূরে তুমি
দাঁড়িয়েছ উজ্জ্বলতায়
আমার থেকে বহুদূরে তুমি
দাঁড়িয়েছ উজ্জ্বলতায়
আমার থেকে বহুদূরে তুমি
দাঁড়িয়েছ উজ্জ্বলতায়
আমার থেকে বহুদূরে তুমি
দাঁড়িয়েছ উজ্জ্বলতায়
আমার থেকে বহুদূরে তুমি
দাঁড়িয়েছ উজ্জ্বলতায়

Dekho Manashi lyrics
Song by Fossils

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave A Comment