We accept the love we think we deserve.

— Stephen Chbosky

দেবদেবী

হিন্দুধর্মে বহু দেবদেবী রয়েছেন। দেবদেবীরা হচ্ছেন ঈশ¡রেরই বিভিন্ন শক্তির প্রকাশ। ঈশ্বর অনন্ত
শক্তির অধিকারী। তাঁর গুণেরও শেষ নেই। ঈশ্বর যখন নিজের কোনো গুণ বা ক্ষমতাকে আকার
দান করেন, তখন ওই আকারকে বলা হয় দেবতা। যেমন ঈশ্বর যেরূপে সৃষ্টি করেন তাঁর নাম হলো
ব্রহ্মা; আবার ঈশ্বর যেরূপে সৃষ্টিকে পালন করছেন, তাঁকে বলে বিষ্ণু। এ ছাড়া সৃষ্টিকে যখন ধ্বংস
করেন, তাঁর সেই সংহার- রূপকে বলা হয় শিব। এমনিভাবে দুর্গা, গণেশ, ল²ী, সরস্বতী ইত্যাদি
দেব-দেবীর আবির্ভাব হয়েছে। তবে মনে রাখা দরকার দেব-দেবীগণ ঈশ্বর নন। এরাঁ বিশেষ
ক্ষেত্রে ঈশ্বরের বিবিধ গুণের প্রকাশ মাত্র। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। দেবতারা এক ঈশ্বরেরই
বিভিন্ন গুণ বা শক্তির প্রকাশ।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply