Love will find its way through all languages on its own.

দূর, বহুদূর যেতে হবে

দূর

লিরিক্স: মিনার

দূর, বহুদূর
যেতে হবে, যেতে হবে
একমুঠো ভালবাসা কুড়িয়ে ছিনিয়ে
আনতে হবে
দূর, বহুদূর
যেতে হবে, যেতে হবে
একমুঠো ভালবাসা কুড়িয়ে ছিনিয়ে
আনতে হবে
ওহ ওহ ওহহ
অনেক অনেক বাঁধা পেরিয়ে সামনের পথে
এগিয়ে যেতে হবে
দু: খগুলো লুকিয়ে রেখে
নতুন এক পৃথিবী গড়ে তুলতে হবে
অনেক অনেক বাঁধা পেরিয়ে সামনের পথে
এগিয়ে যেতে হবে
দু: খগুলো লুকিয়ে রেখে
নতুন এক পৃথিবী গড়তে হবে
দূর, বহুদূর
যেতে হবে, যেতে হবে
একমুঠো ভালবাসা কুড়িয়ে ছিনিয়ে
আনতে হবে
দূর, বহুদূর
যেতে হবে, যেতে হবে।

dur bohudur jete hobe lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0