দুধের বাছা এবার যা না
Dudher Bachha Ebar Ja Na
ছায়াছবি: সংঘর্ষ(১৯৯৫)
গীতিকার: অঞ্জন চৌধুরী
সুরকার: বাপ্পী লাহিড়ী
গায়ক: অমিত কুমার ও বাপ্পী লাহিড়ী
(থামবে! ঢাক ঢিমা ঢিমঢিম খুব বাজাচ্ছিস!
তা ধিনধিন খুব নেচেছিস হ্যা হুঁ)
দুধের বাছা এবার যা না ফিরে মায়ের কোল
এখনো তো ভালো করে ফোটেনি কো বোল
হ্যাঁ আহা চুষিকাঠি মানায় হাতে মানায় না তো ঢোল
ঢোলটা ছেড়ে বাজাগে যা বৃন্দাবনের খোল
বাজা রে আহা! বাজা রে আহা! বাজা রে
দুধের বাছা এবার যা না ফিরে মায়ের কোল
এখনো তো ভালো করে ফোটেনি কো বোল
আহা বাজা রে! আহা বাজা রে! আহা বাজা রে!
(থাম্ বহুত গেয়েছিস এবার শোন্)
[থাম রে থাম থাম রে থাম
নিজের কানটা মল]-২
ফেটে যাবে ফেঁসে যাবে
দক্ষিণপাড়ার ঢোল
থাম রে থাম থাম রে থাম
নিজের কানটা মল।
চারপায়ার এক খাটিয়া নিয়ে
ফুলে ফুলে সাজিয়ে দিয়ে
কাঁধে এবার তোল তোল্
[বলরে হরিবোল বলরে হরিবোল
ফেটে যাবে ফেঁসে যাবে
দক্ষিণপাড়ার ঢোল]-২
[আহা বাজা রে!]-৩
ঢোলটা আমার ফেটে গেলে
ঢোলটা আমার!
ঢোলটা আমার ফেটে গেলে
কী হবে তা নিয়ে?
ডুগডুগিটা বানিয়ে নেব
তোর চামড়া দিয়ে
[মাথাটা তোর মুড়িয়ে দিয়ে
ঢালবো এবার ঘোল
ঢালবো এবার ঘোল
ঢালবো এবার ঘোল]-২
বাজা রে!
আহা বাজা রে!
আহা বাজা রে!
চুপ চুপ চুপ! ঘোল ঢালবি?
তবে শোন্?
[ঘোল ঢালবি বোল ফাটাবি
ওরে আমার খাদু]-২
হাড়গোড় তোর গুড়িয়ে দিয়ে
মাড়িয়ে যাব যাদু
ঘোল ঢালবি বোল ফাটাবি
ওরে আমার খাদু
এই লম্বা খাঁচা চটকে আমি
[করে দেব গোল]-৩
লম্বা খাঁচা চটকে মোরা
[করে দেব গোল]-৩
লম্বা খাঁচা চটকে মোরা
করে দেব গোল
বাজা রে!
আহা বাজা রে!
আহা বাজা রে!
[ওরে উত্তরপাড়া শত্রুরপাড়া]-২
যা ফিরে যা চলে
নইলে লরিসুদ্ধ সবকটাকে
ভাসিয়ে দেবো জলে
[লড়বি যদি আয়রে খেয়ে
শিঙ্গিমাছের ঝোল
শিঙ্গিমাছের ঝোল
শিঙ্গিমাছের ঝোল]-২
বাজা রে!(বাজা রে!)
আহা বাজা রে! (বাজা রে!)
আহা বাজা রে!
আহা বাজা রে!
ভালো করে বাজা
ভালো করে বাজা
ফাটিয়ে দে!
আ,বারে বা!
বাঃ বাঃ বাঃ বা হা হা হা
বাঃ বাঃ বাঃ বাঃ বাঃ বাঃ
দুধের বাছা এবার যা না
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1