To live a pure unselfish life, one must count nothing as one’s own in the midst of abundance.

— Buddha

দুজনে দেখা হলো, মধুযামিনী রে

রবীন্দ্র সংগীত
🎤সাগর সেন
দুজনে দেখা হলো, মধুযামিনী রে
কেন কথা কহিল না, চলিয়া গেল ধীরে।
মধুযামিনী রে.. দুজনে দেখা হল।
নিকুঞ্জে দখিনা-বায়, করিছে হায়-হায়,
নিকুঞ্জে দখিনা-বায়, করিছে হায়-হায়,
লতাপাতা দুলে দুলে, ডাকিছে ফিরে ফিরে।
মধুযামিনী রে.. দুজনে দেখা হলো।
দু’জনের আঁখিবারি, গোপনে গেল বয়ে,
দু’জনের প্রাণের কথা, প্রাণেতে গেল রয়ে।
আর তো হল না দেখা, জগতে দোঁহে একা,
আর তো হল না দেখা, জগতে দোঁহে একা,
চিরদিন ছাড়াছাড়ি,
চিরদিন ছাড়াছাড়ি যমুনাতীরে।
মধুযামিনী রে.. দুজনে দেখা হলো।
মধুযামিনী রে, কেন কথা কহিল না,
চলিয়া গেল ধীরে।
মধুযামিনী রে.. দু’জনে দেখা হলো
Music
SONG
Dujane Dekha Holo, Madhujamini Re
ARTIST
Sagar Sen
ALBUM
Golden Hour – Kanika Banerjee

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply