দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক
Dukkho Amar Basor Rater Palongko
ছায়াছবি: অলংকার
কথা: মোহাম্মদ রফিকউজ্জামান
সুর: সত্য সাহা
শিল্পী: সাবিনা ইয়াসমিন
দুঃখ আমার আমার বাসর রাতের পালঙ্ক,
[নিন্দা আমার প্রেম উপহার]-২
সাতনরি হার কলঙ্ক
দুঃখ আমার আমার বাসর রাতের পালঙ্ক।
[শাসন-বেড়ি দুই পায়ে মল করেছি,
আর অপবাদে কালি আছে
দুই চোখে তাই পরেছি]-২
[মরমের দ্বিগুন আগুন এখন আমার]-২
দিবস রাতের সঙ্গ
দুঃখ আমার আমার বাসর রাতের পালঙ্ক।
[সুখের সাথে ঘর করা তাই হলো না,
এই বুকে বেঁধা কাঁটাটাকে
পর করা তাই হলো না]-২
[কপালের লিখন এখন বসন হয়ে]-২
জড়িয়ে আছে অঙ্গ
দুঃখ আমার আমার বাসর রাতের পালঙ্ক
[নিন্দা আমার প্রেম উপহার]-২
সাতনরি হার কলঙ্ক
দুঃখ আমার আমার বাসর রাতের পালঙ্ক।
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1