তোমাকে ভুলতে চেয়ে তাই আরো বেশি ভালোবেসে ফেলি,
তোমাকে ঠেলতে গিয়ে দূরে
আরো কাছে টেনে নেই
যতোই তোমার কাছ
থেকে আমি দূরে যেতে চাই
ততো মিশে যাই নিঃশ্বাসে প্রশ্বাসে

— মহাদেব সাহা

দিন যায় কথা থাকে

দিন যায় কথা থাকে
Din Jay Katha Thake
অ্যালবাম: প্রেম বলে কিছু নেই
ছায়াছবি: দিন যায় কথা থাকে (১৯৭৯)
কথা ও সুর: খান আতাউর রহমান
শিল্পী: সুবীর নন্দী
[দিন যায় কথা থাকে]-২
[সে যে কথা দিয়ে রাখল না
ভুলে যাবার আগে ভাবল না]-২
সে কথা লেখা আছে বুকে
[দিন যায় কথা থাকে]-২
সে কথা নয়নে
আগুন-আল্পনা আঁকে;
স্মৃতির পাপিয়া
“চোখ গেলো” বলে ডাকে।।
সে জ্বালা-যন্ত্রণা
কাউকে বলব না
বলব আছি কী যে সুখে।
দিন যায় কথা থাকে।।
মনপাখি তুই থাক্ রে খাঁচায় বন্দী,
আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধি।।
কি আছে পাওনা,তার কাছে দেনা
যাক সে হিসাব চুকে।
দিন যায় কথা থাকে।।
সে যে কথা দিয়ে রাখল না,
ভুলে যাবার আগে ভাবল না।।
সে কথা লেখা আছে বুকে
দিন যায় কথা থাকে।।।।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply