দিতে হবে জবাব

আমরা তো আজ হয়েছি আজব মানুষ,
হয়েছে বিবেক বন্ধ।
নিই না খোঁজ জন্ম ধাত্রীর,
মনে হয় শরীর টা করে গন্ধ।

জন্ম দিয়ে পায় না ঠায়,
নিজ হাতে গড়া নিজ আবাসনে ।
তবুও যেন নেই কোনো দ্বিধা ,
এই দুঃখী মা এর সরল মনে।

রাতের পর রাত কাটে যেন,
প্রকৃতির দেওয়া অজানা কোলে,
নিজ ঘরে হয় না আশ্রয়
আজ আমি অচল বৃদ্ধ বলে।

জন্ম দিবস আজ সন্তানের বলে
হয় না ঘুম মায়ের চোখে ,
তবুও যেন একটুও পড়ে না মায়ের কথা
এই দানবের বুকে।

আরে সমাজ , তোমায় দিতে হবে জবাব
তৈরি হও তার জন্য,
দিতে হবে জবাব তোমায় কেন করছো জননীকে করছো বন্য?

কলমে:আকমাল হোসেন
তারিখ:৩-১-২০২১

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments

Leave a Reply