দরদীয়া রে কোন দেশে যাবো

	
	

























































			
			











Be a lamp, or a lifeboat or a ladder. Help someone’s soul heal.

দরদীয়া রে কোন দেশে যাবো

Bijoy Sarkar – Dorodia Re Kon Deshe Jabo

দরদীয়া রে কোন দেশে যাবো
তোর লাগিয়া রে
আমার জীবনে মরনে সুখ নাই
ঐ মুখ না দেখিয়া রে

ঝিল্লিমুখর ঘর-বাড়ি সব রজনী নিঝুম
একা একা বসে আছি চোখে নাইরে ঘুম
কাঁদে আমার সাথে বনের কুসুম
রজনী জাগিয়া রে

আধ ফালি এক চাঁদের হাসি
শেফালী বনে
*** পবনে,
আমি তার প্রতীক্ষায় শূণ্য ভবনে
মিলন সোহাগীয়া রে

আনমনা এক বনানী *** চেয়ে
আখির পানি ঝড়তেসে তার পাতার ঠোট বেয়ে
ঐ যে তটিনী চলেছে ঢেউয়ে
সে কার তলাশিয়া রে

Bijoy Sarkar – Dorodia Re Kon Deshe Jabo দচপহুে বিজয় সরকার – দরদীয়া রে কোন দেশে যাবো

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply