বিশ্বাসীদের বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের যৌন অঙ্গকে সাবধানে সংয্ত রাখে, এটিই তাদের জন্য উত্তম৷ -24:30

— পবিত্র কোরআন

তোর সাথে দেখা স্বপ্ন আমার কথা ছিল সাথে হেঁটে চলার

তোর সাথে দেখা স্বপ্ন আমার
কথা ছিল সাথে হেঁটে চলার,
তোর সাথে দেখা স্বপ্ন আমার
কথা ছিল সাথে হেঁটে চলার,
তুই যে ছিলিস পাশে
কিভাবে যে হৃদয় কাঁদে,
তুই যে ছিলিস পাশে
কিভাবে যে হৃদয় কাঁদে ..

তোর দেওয়া সেসব কথা
হয়ে গেলো আজ বৃথা যে,
তবে আমার হৃদয় জানে
ভালোবাসার আসল মানে।।

দুঃখ নেই হেরে গিয়ে
তুই যে আজ অন্য কারোর,
কোনো বারণ নেই যে আর
খুঁজে চলেছি বাঁচার কারণ।

তুই যে ছিলিস পাশে
কিভাবে যে হৃদয় কাঁদে,
তুই যে ছিলিস পাশে
কিভাবে যে হৃদয় কাঁদে ..

তোর দেওয়া সেসব কথা
হয়ে গেলো আজ বৃথা যে,
তবে আমার হৃদয় জানে
ভালোবাসার আসল মানে।।

Tor Deowa Seshob Kotha Lyrics by Rupak Tiary

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply