তোর সাথে দেখা স্বপ্ন আমার কথা ছিল সাথে হেঁটে চলার

	
	

























































			
			











আদর্শ থেকে বিচ্যুত হবার একমাত্র মাধ্যম হচ্ছে ভয়৷

— ফেরোরিনাস

তোর সাথে দেখা স্বপ্ন আমার কথা ছিল সাথে হেঁটে চলার

তোর সাথে দেখা স্বপ্ন আমার
কথা ছিল সাথে হেঁটে চলার,
তোর সাথে দেখা স্বপ্ন আমার
কথা ছিল সাথে হেঁটে চলার,
তুই যে ছিলিস পাশে
কিভাবে যে হৃদয় কাঁদে,
তুই যে ছিলিস পাশে
কিভাবে যে হৃদয় কাঁদে ..

তোর দেওয়া সেসব কথা
হয়ে গেলো আজ বৃথা যে,
তবে আমার হৃদয় জানে
ভালোবাসার আসল মানে।।

দুঃখ নেই হেরে গিয়ে
তুই যে আজ অন্য কারোর,
কোনো বারণ নেই যে আর
খুঁজে চলেছি বাঁচার কারণ।

তুই যে ছিলিস পাশে
কিভাবে যে হৃদয় কাঁদে,
তুই যে ছিলিস পাশে
কিভাবে যে হৃদয় কাঁদে ..

তোর দেওয়া সেসব কথা
হয়ে গেলো আজ বৃথা যে,
তবে আমার হৃদয় জানে
ভালোবাসার আসল মানে।।

Tor Deowa Seshob Kotha Lyrics by Rupak Tiary

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply