Don’t judge each day by the harvest you reap but by the seeds that you plant.

— Robert Louis Stevenson

তোমার হিয়ার মাঝারে বান্ধিয়া রাইখো মোরে

তোমার হিয়ার মাঝারে
বান্ধিয়া রাইখো মোরে
নইলে একদিন কান্দিবে।।
পাখিটারে গোপনে
রাইখো বুকে যতনে(২)
নইলে একদিন কান্দিবে।
পাখিটার নাম অঞ্জনা
দেখতে পাখি মন্দ না
ডাক দিলে হৃদয় ডালে বসিবে।।
পাখি বড় শেয়ানা,
প্রেম ছাড়া সে বোঝেনা(২)
ভালবাসলে সেও বাসিবে
নইলে একদিন কান্দিবে
পাখির বাড়ি প্রেম নগর
মধ্যে একখান শুন্য ঘর
অতি কাছে ডাক দিলে সে শুনিবে।।
কুহু সুরে ডাক দিলে
প্রেমের পাখি যায় গলে
বারনও না শুনে সে যে, আসিবে
নইলে একদিন কান্দিবে
এহেনও যৌবন কাল
ফুটলো ফুল গন্ধে মাতাল
আর কত দূরে বলো থাকিবে।।
জাহাঙ্গীর রানা কয় তোর
হিয়াতে বানাইয়া ঘর(২)
হৃদয় বিছাইয়া কাছে টানিবে
নইলে একদিন কান্দিবে


Title: Tomar Hiyaro Majhare
শিরোনাম: তোমার হিয়ার মাঝারে
Singer: Nishita Borua
শিল্পী: নিশিতা বড়ুয়া
Lyrics & Tune: Jahangir Rana
কথা-সুরঃ জাহাঙ্গীর রানা
Type: Baul
ধরণ: বাউল

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply