Opportunities don’t happen. You create them.

— Chris Grosser

তোমার হাত ধরে

তোমার হাতটা ধরে হেঁটেছি আমি
জীবনের বহু বছর.
সবুজ শ্যামল অরণ্য পেরিয়ে
দিয়েছো নতুন জীবন..
তোমার চোখেতে চোখ রেখে
লিখেছি কত গান,
সুরে সুরে তা বলতে গিয়ে
কেঁদে উঠেছে প্রাণ |
যখন তুমি চলে যাবে
আসবে না আর ফিরে
কথাগুলো ভেবে গভীর রাতে
কেঁদে উঠেছি ক্ষণে ক্ষণে…

আজ তুমি আছো গভীর ঘুমে
ডেকেছি তোমায় অশ্রু ঝরে.
বলনি তুমি একটি কথা
অভিমান করে গিয়েছো একা..

০১/ ০৮/২০২১

এস.এ.ইসলাম

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply