সমগ্র বিজ্ঞান দৈনন্দিনের একটি পরিশোধন চিন্তা ছাড়া আর কিছুই না।

— অ্যালবার্ট আইনস্টাইন

তোমার চোখে চেয়ে দেখি আমি জীবনটাকে

তোমার চোখে
চেয়ে দেখি আমি জীবনটাকে
ভালোবাসার স্মৃতিগুলো
তোমাকে শুধু চায়
কিছু কথা
কিছু আশা নিয়ে জীবনটাতে
অনাবিল সব সুখের ছোঁয়ায়
তোমাকে কাছে চাই
ওই সুদূর নীলিমায়
মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয়
তোমারই আশায়
নীলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়
যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
নীলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা
যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়
ফুলের মতো
সৌরভে ভরিয়ে দিয়ে
তোমায় আমি ভালোবেসে
আরও কাছে পেতে চাই
দুরন্ত প্রেম
ঝর্ণাধারারই মতো
ছুটে চলে অবিরত
তোমার ঠিকানায়
ওই সুদূর নীলিমায়
মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয়
তোমারই আশায়
নীলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়
যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
নীলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা
যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়
ওই সুদূর নীলিমায়
মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয়
তোমারই আশায়
নীলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়
যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
নীলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা
যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়
নীলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়
যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
নীলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা
যেখানে তোমার আমার প্রেম…

miles neela lyrics

nila by miles lyrics

nela by miles lyrics

neela by miles lyrics

নিলা মাইলস লিরিক্স

নীলা লিরিক্স

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0