তোমার কন্ঠ


































































			
			











সাহস আর সুযোগের অভাবই চরিত্র ।

— বার্নার্ড শ

তোমার কন্ঠ

ঈশানি,তোমার কন্ঠ যেন কোকিলের কলরব,
ক্যাম্পাসে শুনিয়ে ছিলে
রৌদ্র ভরা ক্লান্ত দুপুরে।
আসবে কি আবার ফিরে?
সেই কন্ঠে মুগ্ধ করিতে
কোনো এক সময়ে।
তোমার কন্ঠে মুখোরিত হয়ে যায়!
আমার সকল হৃদস্পন্দন,
তোমার কন্ঠে বেজে উঠে
এখনো আমার সেই টেলিফোন।
আসবে কি আবার ফিরে?
সেই মায়া ভরা কন্ঠ নিয়ে,
ভোর প্রভাতে কোকিল বেশে হয়তো বা বৃষ্টি হয়ে।
এখনো ইচ্ছে করে শিশির বেশে
তোমার কন্ঠে মিশে যেতে,
আসবে কি আবার ফিরে
ঈশানি তোমার মায়াভরা কন্ঠ নিয়ে।

লেখা: মোস্তাক আহম্মেদ সাগর

What’s your Reaction?
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply