তোমাদের মৃত্যুপরীতে আমি

আমার সমস্ত বহুবচনীয় যন্ত্রনা,
আর যৌগিক আত্মিচৎকার মাড়িয়ে
আজকে আমি তোমাদের শহরে ;
তোমাদের কঠিন এই মৃত্যুপুরীতে আমি এখনো বেঁচে আছি,
আমার থেকে এর চেয়ে বড় সুসংবাদ কি চাও ধরণী?
আমি কোনো তুচ্ছ কাচের মতো ; ভাঙাচোরা,
আমাকে যে ছুঁয়েছে, সে ই কেদেঁছে ।
আমাকে কেউ কেউ দূর থেকে কাছে টেনে
আবার ছুড়ে ফেলেছে,তোমাদের শহরের পরিত্যক্ত কোনো জায়গায়।
ভেবেছে, ভাঙা কাচের টুকরো,রক্ত ঝরাবে।
জানো? আমার একটা কণ্ঠস্বর ছিলো!
তোমাদের মতো আমিও কথা বলতাম!
আমার সেই কণ্ঠস্বরে এখন শব্দহীন ক্যান্সার।
এখন আমি কোনো তুচ্ছ কাচের মতো ; ভাঙাচোরা।
হাত ধরলেই কেবল রক্ত ঝরাই।
আমার হাত কি ছেড়ে দিবে ‘বেঁচে থাকার ভরসা’?

– সৈয়দ মোঃ সাকিব আহমদ 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments

Leave a Reply