You miss 100% of the shots you don’t take.

— Wayne Gretzky

তোমাকে অনেক দিন হয় দেখি না

Minar Rahman – Tumio | তুমিও | Official Lyrical Video | Bangla Song

লিরিকঃ
তোমাকে অনেক দিন হয় দেখি না
কেমন আছো তা জানি না
তোমার চোখের কোনে লুকিয়ে আমার ঠিকানা
বাতাসে উড়ছে কি তোমার ঐ চুল
অথবা ছোট্ট কানের দুল
আজও কি আমায় খোজো তুমি হারিয়ে সীমানা
তুমিও কি আমার সাথে বৃষ্টি হবে?
তুমিও কি আমার মাঝে জোনাকি হয়ে জ্বলবে?
আমিও তো গাইবো শুধু জোছনার গান
মুছে ফেলে যত গ্লানি, শত অভিমান
কেন যে সেদিন ঘুমিয়ে ছিল পাড়া
আমিও ছিলাম দিশেহারা
হৃদয় জুরে সব গল্প ছিল পথহারা
তুমিও কি আমার সাথে বৃষ্টি হবে?
তুমিও কি আমার মাঝে জোনাকি হয়ে জ্বলবে?
আমিও তো গাইবো শুধু জোছনার গান
মুছে ফেলে যত গ্লানি, শত অভিমান
এসো না দুজনে মিলে আবার ভাসাই সুরের খেয়া
চলো না রংধনুর রঙে হারাই
দেখো না আকাশ জুড়ে কত পাখির ওড়া-উড়ি
ডানা মেলে ঘুরি দুজনে
হারাবো দক্ষিণ হাওয়ায়…
তুমিও কি আমার সাথে বৃষ্টি হবে?
তুমিও কি আমার মাঝে জোনাকি হয়ে জ্বলবে?
আমিও তো গাইবো শুধু জোছনার গান
মুছে ফেলে যত গ্লানি, শত অভিমান
তুমিও কি আমার সাথে বৃষ্টি হবে?
তুমিও কি আমার মাঝে জোনাকি হয়ে জ্বলবে?
আমিও তো গাইবো শুধু জোছনার গান
মুছে ফেলে যত গ্লানি, শত অভিমান

Song: Tumio | তুমিও
Vocal: Minar Rahman
Lyrics, Tune & Composition: Minar Rahman
Music Arrangement: Iftekharul Alam
Record Label: Gaanchill Music
Producer: Asif Iqbal

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply