অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে। কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না।

— – হুমায়ূন আহমেদ

তুমি যে আমার চোখের আলো

তুমি যে আমার চোখের আলো
Tumi Je Amar Chokher Alo
ছায়াছবি: মিলন হবে কত দিনে
সংগীত: আজাদ মিন্টু
শিল্পী: এন্ড্রু কিশোর
ও সাবিনা ইয়াসমিন
[তুমি যে আমার চোখের আলো
ভালোবাসারই গান,
তুমি ছাড়া শূন্য আমার
সুখেরই বাগান,
আমার সুখেরই বাগান]-২
[তুমি আছ সবি আছে এই জীবনে
কত যে সুখের ছবি ভাসে নয়নে]-২
যেন এ জীবনে হয়না কভু
সুখের অবসান আমার সুখের অবসান।
তুমি যে আমার চোখের আলো
ভালোবাসারই গান
তুমি ছাড়া শূন্য আমার
সুখেরি বাগান
আমার সুখেরি বাগান।
[কিছু সুখ কিছু আশা এইতো জীবন
কোনদিন ছিঁড়বে না মায়ার এ বাঁধন]-২
তাই এতটুকু দূরে গেলে
বাঁচেনা যে প্রাণ আমার বাঁচেনা যে প্রাণ।
[তুমি যে আমার চোখের আলো
ভালোবাসারই গান,
তুমি ছাড়া শূন্য আমার
সুখেরি বাগান
আমার সুখেরি বাগান]-২
তুমি ছাড়া শূন্য আমার
সুখেরই বাগান
আমার সুখেরই বাগান।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply