The best and most beautiful things in the world cannot be seen or even touched — they must be felt with the heart.

— Helen Keller

তুমি বন্ধু কালা পাখি

তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি ?
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি।
সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা,
সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা,
হইছি আমি মন পাগলা
বসন্ত কালে ..
তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি ?
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি,
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি।।
পিরিত ভালা গলার মালা
বল্লে কি আর হয়,
যারে ভালো লাগে আমার
দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু
চোখে নেশা হয়।
সাদা সাদা কালা কালা
রঙ জমেছে সাদা কালা,
সাদা সাদা কালা কালা
রঙ জমেছে সাদা কালা,
হইছি আমি মন পাগলা
বসন্ত কালে ..
তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি ?
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি,
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি।

গান: সাদা সাদা কালা কালা
কথা/গীতিকার: হাসিম মাহমুদ
শিল্পী/কণ্ঠ: আরফান মৃধা শিবলু
সুর: ইমন চৌধুরী
ছয়াছবি: হাওয়া
Song: Shada Shada Kala Kala
Lyrics: Hasim Mahmud
Voice/Singer: Arfan mridha Shiblu
Tune: Imon Chowdhori
Film: Hawa

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply