তুমি এমনই জাল পেতেছো সংসারে


































































			
			











The moment you accept what troubles you’ve been given, the door will open.

তুমি এমনই জাল পেতেছো সংসারে

তুমি এমনই জাল পেতেছো সংসারে
Tumi Emoni Jal Petecho Songsare
চলচ্চিত্র: শুভদা (১৯৮৬)
কথা: মোহাম্মদ রফিকউজ্জামান
সুর: খোন্দকার নুরুল আলম
শিল্পী: সুবীর নন্দী
[তুমি এমনই জাল পেতেছো সংসারে]-২
কার বা এমন সাধ্য আছে
এই মায়াজাল ছিঁড়ে যেতে পারে
[তুমি এমনই জাল পেতেছো সংসারে]-২
[(আমার) মনের মাঝে বসে যে প্রেম
নিত্য বাজায় বাঁশি,
জগৎ জুড়ে তারে খুঁজেই
হলাম পরবাসী]-২
[বন্ধ চোখে রূপ দেখি যার]-২
দু’চোখ মেলে পাই না খুঁজে তারে
[তুমি এমনই জাল পেতেছো সংসারে]-২
[আমার সুখের ঘরে দিয়ে তালা
সুখ পিয়াসে ঘুরি,
নিজের সাথে খেলি নিজেই
নিঠুর লুকোচুরি]-২
[পূর্ণচাঁদে দৃষ্টি দিলেই]-২
গ্রহণ যেন লাগে বারে বারে
[তুমি এমনই জাল পেতেছো সংসারে]-২
কার বা এমন সাধ্য আছে
এই মায়াজাল ছিঁড়ে যেতে পারে
[তুমি এমনই জাল পেতেছো সংসারে]-২

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply