আর যদি কোন অপরাধ করে নিরপরাধ লোকের উপর দোষ চাপায়, সে আপন স্কন্ধে কুকর্মের ও পাপের বোঝা চাপায় ৷ -সুরা নিসা, 16:122

— পবিত্র কোরআন

তুই আমারে করলি পাগল

তুই আমারে করলি পাগল,
আমার সকল নিয়ারে,
পাগলো বানাইলিরে আমারে।
আরে ও আমার দরদি……
আরশিতে যার রুপ ধরেনা,
আরশি যায় ফাটিয়া রে।।
আমি কেমনে রহিব ঘরে।।
তোমায় পাশরিয়ারে……..
বহু দিন হয় আছো রে বন্ধু
আমারে ছাড়িয়ারে।।
আমি মনেরে বোঝাইয়া রাখি।।
মানে না মন হিয়ারে।
তুমি যদি হইতে আমার বন্ধু……
আমি হইতাম তোর।।
রজ্জব কয় তোমায় পেলে।।
করিতাম আদরও রে…..

tui amare korli pagol lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0