The moment you accept what troubles you’ve been given, the door will open.

তুই আমারে করলি দেশান্তরী গো রায় কিশোরী

Durbin Shah – Tui Amare Korli Deshantori Go Rai Kishori

দূরবীন শাহ – তুই আমারে করলি দেশান্তরী গো রায় কিশোরী

তুই আমারে করলি দেশান্তরী গো রায় কিশোরী ।।
তোর সনে করে পিরীতি রইলো খোদা গেলো জাতী
আত্ন জ্ঞাতী সব হয়ইয়াছে বৈরী গো রায় কিশোরী ।

বাড়াইলে ভালবাসা, আমায় দিয়ে ছিলে-আশা
প্রেম সাগরে ভাসাইলাম তরী ।।
না জানি কার সঙ্গ পাইয়া, আমার বুকে সেল মারিয়া
কোন পরানের রইয়াছ বাঁশরি গো রায় কিশোরী ।

তোমার মন জানিয়া সরল, মনো প্রাণ দিয়েছি সকল
কোন পরানে করিলে চাতুরী ।।
নারী জাতীর কঠিন হৃদয়, দেখাইলে তার পরিচয়
সমস্ত ধন করেনিলে চুরি গো রায় কিশোরী ।

মনো প্রানো তোমায় দিয়া, প্রাণো শূন্য দেহ লইয়া
কতদিন থাকিব ধৈর্য ধরি ।।
এই প্রতিফল তোমার প্রেমে, কাছে বসে ডাকে যমে
এই দূরবীন শাহ যাবে শশ্মান-পুরী গো রায় কিশোরী।

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply