The greatest glory in living lies not in never falling, but in rising every time we fall

— Nelson Mandela

তারপর, তার আর পর নেই

গীতিকার : মুকুল দত্ত
সুরকার : নচিকেতা ঘোষ
শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায় (১৯৬২)

সংগে কন্ঠ দিয়েছেন গীতিকার মুকুল দত্তের স্ত্রী । নামটা খুঁজে পাই নি ।

তারপর
তার আর পর নেই
নেই কোনো ঠিকানা
যা কিছু গিয়েছে থেমে
যাক, থেমে যাক না
তার আর পর নেই
নেই কোনো ঠিকানা
যা কিছু পেয়েছি কাছে
তাই সঞ্চয়
যা কিছু পেলাম নাকো
সে আমার নয়
যা কিছু পেয়েছি কাছে
তাই সঞ্চয়
যা কিছু পেলাম নাকো
সে আমার নয়
পাহাড় নিষেধগুলো পেরিয়ে দেখি
কি আছে আমার পথে পড়ে
তারপর?
তার আর পর নেই
নেই কোনো ঠিকানা
মনে রেখো আমিও ছিলাম
ছোট্ট জীবন আর যত হাসি গান
আমি তোমাকে দিলাম, আমিও ছিলাম
মনে রেখো
মরণ পেরিয়ে যাবো এমনি করে
কোনো পিছু ডাকে আর থামবো না
মরণ পেরিয়ে যাবো এমনি করে
কোনো পিছু ডাকে আর থামবো না
একটু থেমেই থাকি তোমার কাছে
তুমিও আমার সাথে চলো না
তারপর?
তার আর পর নেই
নেই কোনো ঠিকানা
যা কিছু গিয়েছে থেমে
যাক, থেমে যাক না
তার আর পর নেই
নেই কোনো ঠিকানা
Music
SONG
Tarpor ? Tar Aar Por Nei
ARTIST
Hemanta Mukherjee
ALBUM

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply