তাড়াইয়া দিওনা দয়াল কাতরে বিনয় করি

	
	

























































			
			











Always remember that you are absolutely unique. Just like everyone else.

— Margaret Mead

তাড়াইয়া দিওনা দয়াল কাতরে বিনয় করি

Abdus Sattar Mohonto – Taraiye Dio Na Doyal Katore Binoy Kori (Momtaz Begum)

দ্বার খুলে দাও দয়াল আমি তোমার-দয়ার ভিক্ষারী,
আমারে তারাইয়া দিও না দয়াল-
আমি আজ কাতরে বিনয় করি।।
আমি তোমার দয়ার ভিক্ষারী।।
দ্বার খুলে দাও দয়াল
আমি তোমার দয়ার ভিক্ষারী।।

  • ভিক্ষারী আজ খাড়া দরোজায়
    তোমার অফুরন্ত ভান্ডার হতে দয়াল দাও কিছু আমায়
    জানি কত কাঙ্গাল-তোমার কৃপায়
    ঐ ধনের অধিকারী।।
  • ছিলাম-আছি- থাকবো চির কাল
    কি চাই আমি জান তুমি-আমি কি ধরনের কাঙ্গাল,
    যদি তুমি থাকতে আমার এই হাল
    কেমনি সহ্য করি।
  • এই ভাবে আর কাঁদাবে কত
    স্মরণে চরণে রেখ দয়াল প্রতি মুহূর্ত
    (কবে) আমায় নাম ধরে ডাকবে মোহন্ত
    পরো – পারের কান্ডারী।।
    দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিক্ষারী আমারে তারাইয়া দিও না দয়াল কাতরে বিনয় করি।।

Abdus Sattar Mohonto – Taraiye Dio Na Doyal Katore Binoy Kori lyrics (Momtaz Begum)

আব্দুস সাত্তার মোহন্ত – তাড়াইয়া দিওনা দয়াল কাতরে বিনয় করি (মমতাজ বেগম)

What’s your Reaction?
+1
4
+1
2
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply