তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যামধরণী সরসা
তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যামধরণী সরসা
ঊর্ধ্বে চাহ অগণিত মণি রঞ্জিত নভঃ নীলাঞ্চলা,
ঊর্ধ্বে চাহ অগণিত মণি রঞ্জিত নভঃ নীলাঞ্চলা,
সৌম্য মধুর দিব্যাঙ্গনা শান্ত-কুশল-দরশা॥
শ্যামধরণী সরসা
তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যামধরণী সরসা
দূরে হের চন্দ্রকিরণ উদ্ভাসিত গঙ্গা,
দূরে হের চন্দ্রকিরণ উদ্ভাসিত গঙ্গা,
নৃত্য পুলক গীতি মুখর কলুষহর তরঙ্গা,
ধায় মত্ত হরষে সাগর পদ পরশে,
কূলে কূলে করি পরিবেশন মঙ্গলময় বরষা॥
শ্যামধরণী সরসা
তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যামধরণী সরসা
ফিরে দিশি দিশি মলয় মন্দ কুসুম গন্ধ বহিয়া,
ফিরে দিশি দিশি মলয় মন্দ কুসুম গন্ধ বহিয়া,
আর্য গরিমা কীর্তি কাহিনী মুগ্ধ জগতে কহিয়া,
হাসিছে দিগ্বালিকা, কন্ঠে বিজয় মালিকা,
নব জীবন পুষ্পবৃষ্টি করিছে পুণ্য হরষা॥
শ্যামধরণী সরসা
তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যামধরণী সরসা
ঊর্ধ্বে চাহ অগণিত মণি রঞ্জিত নভঃ নীলাঞ্চলা,
ঊর্ধ্বে চাহ অগণিত মণি রঞ্জিত নভঃ নীলাঞ্চলা,
সৌম্য মধুর দিব্যাঙ্গনা শান্ত-কুশল-দরশা॥
শ্যামধরণী সরসা
তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যামধরণী সরসা
তব চরণ নিম্নে
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1