Delight in meditation and solitude. Compose yourself, be happy. You are a seeker

— Buddha

ডানপিটে বালক

ডানপিটে বালক প্রতিদিন সাইকেল নিয়ে বালিকার স্কুলে যাওয়ার সময় বালিকার পিছন পিছন আসতো…………..
বালিকার প্রথম প্রথম অসহ্যই লাগতো এই ডানপিটে বালককে
পরে অবশ্য এই অসহ্য লাগা টাগা কেটে যায়
শান্তশিষ্ট বালিকার তো রীতিমতো একসময় এই বালক এসে বিরক্ত না করলে ভালই লাগতো না!!
মাসখানেক পর যখন ডানপিটে বালকটি আর আসে না তখন বালিকা মন খারাপ চোখে বালককে খুজতে থাকে এদিক ওদিক!
মনে মনে ভাবে কবে সেই বালক আবার সাইকেল নিয়ে তার কাছে আসবে?? 😒
সে আবার কবে বলবে বালককে আর কাজ নাই তোমার খালি সাইকেল নিয়ে আমার পিছে পিছে আসো এইখান থেকে যাও
বালক তো আর আসে না 😞
বালক কি আসবে আবার সেই সাইকেল নিয়ে বালিকার পিছন পিছন??? বালিকা প্রতিক্ষারত………….. 💙

জারিন তাসনিম

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 Comment

  1. Atanu

    A good story. Carry on

Leave A Comment