জীবনের বড় সত্য

	
	

























































			
			











Give, even if you only have a little.

— Buddha

জীবনের বড় সত্য

তোমার কেউ হারিয়ে গেলে
তুমি ভুলে যাও ?সে আবার ফিরবে।
এগুলো বলতে নেই।
কাউকে আশা দিও না।
কারন , যে যাই সে আসে না ফিরে।।

ঈশ্বর কাছে সবাই ভালো থাকে।
যে আছে তাকে ও ভালো রাখে
যে চলে যায় তাকে ও ভালো রাখে ।।

জন্ম, মৃত্যু কারো জন্য থেমে নেই।
সময় আর প্রকৃতির সাথে যুদ্ধ করে
কেউ পেড়ে উঠে না।

আত্মা বাতাসে তৈরি
তার কোন বিনাশ নেই।
তাই ভাবি ও না
সে তোমার কাছে নেই।।

আমরা শুধু স্মৃতি ধরে রাখতে পারবো
চলমান জীবনের গতি ধরে রাখতে পারবো না।।
আমরা বাস্তবে কেউ কারো নই
না তুমি আমার , না আমি তোমার।
আমরা শুধু ই চলার পথের সঙ্গী ।।

-written by Aparna Chowdhury

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply