Life is 10% what happens to us and 90% how we react to it.

— Charles R. Swindoll

জাদুকরী বিরহ

#কাব্যগ্রন্থ_অবান্তর_নীলা #শাওন_মল্লিক

কি আশ্চর্য জাদুকরী বিরহ তোমার
ধমনী থেকে গলগল করে রক্ত বেরুচ্ছে
বিরহ বেরুচ্ছে না কেনো….?
রক্তেমাখা হাত দিয়ে বিরহ বেরুচ্ছে না কেনো?
তোমার কবির রক্তের রিরহে আজ কাব্য রক্তাক্ত…
তবুও সাহিত্য বেরুচ্ছে না কেনো?
মেঘ মৃত্যুর পথে তবুও নীলার আবছায়া বেরুচ্ছে না কেনো?
কষ্টের আঘাত চলছে তো চলছেই
জাদুকরী বিরহের ভুরুর ইশারায়….
নীল আকাশের নীল মেঘ আজ গাড় কালোজামা….
বিদ্যুৎ চমকেই ঝড়ছে বৃষ্টি….
কি আশ্চর্য….
তবুও বিরহ ঝড়ছে না কেনো?
নীলা!
কি আশ্চর্য জাদুকরী বিরহ তোমার
ধমনী থেকে গলগল করে রক্ত বেরুচ্ছে
বিরহ বেরুচ্ছে না কেনো….?

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply