তিস্তা নদীর চিকন বালা রে
জলপাই ধরে ঝোকা ঝোকা
ট্যাকা নাই’ও পয়সা’ও নাই’ও রে
কি দিয়া কিনিম মুই স্বাদের জলপাই
আইসো বাহে উত্তরবঙ্গের গীত শুনিয়া যাও
তোমরা ভালো বাংলা গানের নামে কি জানি সব খাও
হামার ভাওয়াইয়া গান বাহে একেবারে সেরা সেরা
সরল কথা সুরে সুরে মন হবে দিশাহারা
পালাটিয়া ভাওয়াইয়া বিয়া বাড়ির গীত
নদী ভাঙ্গন মরার খড়া হাড়কাঁপানো শীত
কইনা কান্দে যৌতুক ফান্দে বরের বাপে হাসে
চেংড়ির বাপের ঘুম হারাম টাকার সর্বনাশে
তিস্তা নদীর চিকন বালারে
জলপাই ধরে ঝোকা ঝোকা
হামাক যে না খাবা মনাইছে
স্বাদের পাকা ছেকো জলপাই ।
গানে ব্যবহৃত আঞ্চলিক শব্দগুলোঃ
কইনা – পাত্রী ( বৃহত্তর রংপুর জেলার শব্দ )
চেংড়ি ( বৃহত্তর দিনাজপুর জেলার শব্দ ) – মেয়ে
পালাটিয়া – দিনাজপুরের পালা গান ( বিলুপ্তপ্রায় ) যেখানে একদল অভিনেতা আঞ্চলিক ভাষায় একই সাথে অভিনয় ও গান দুটোই করে ।
‘গানের মৌলিকত্ব ধরে রাখার স্বার্থে এই গানের উচ্চারণ গাইবান্ধার ভাষার উচ্চারণের মত করে করা হয়েছে এবং গানের সুরের কোনো পরিবর্তন করা হয়নি’
‘Teesta Nodir Chikon Bala Re’ is a very old & popular wedding geet in North Bengal ( Gaibandha Region ). There was no source of actual lyric writer of this song. I tried to made a fusion based on this song & tried to portrait the major issues of North Bengal through the Rap part. Teesta is a significant River for not only North Bengal but also for the whole country. I really wish that our government will take necessary steps to save Teesta river & we’ll get the appropriate amount of water in the dry season. ‘Dowry’ is also a huge problem which needs to be discouraged & stop throughout the whole country. Let’s vibe with ‘Jolpai’ song & spread the message.
‘Save Teesta River
Say no to Dowry’
Jolpai | জলপাই | Sohan Ali | New Bangla Song 2022 | Official Lyric Video