People with opinions just go around bothering each other.

— Buddha

জন্ম থেকে জ্বলছি মাগো

জন্ম থেকে জ্বলছি মাগো
আর কতদিন বল সইবো
আবার আদেশ করো তুমি আদেশ করো
ভাঙ্গনের খেলা খেলবো।।
আমার এ ব্যাথা ভরা গান
ফুল পাখি নিয়ে নয়
দুখে আগুনে পোড়া প্রাণ
শুধু কেঁদে কেঁদে কয়
ও মা তোমার ভাঙ্গা সংসার
কবে যে সুখে ভরে তুলবো।।
আমি তো দেখিনি আলো
জীবনে কোনদিন
এত আশা ভালবাসা
আধারে হল মলিন
দিন চলে যায় দাও বিদায়
সময় হলেই ফিরে আসবো।।

শিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী
ছায়াছবিঃ জন্ম থেকে জ্বলছি

jonmo theke jolchi mago lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply