টেবিলে যখন পড়তে বসি
মন চলে যায় অন্য দেশে
ভাবনা থেকে ফিরে এসে দেখি
সময় এখন অন্য বেসে
বিরক্ত হয়ে বইটা রেখে
বসলাম মোবাইল নিয়ে
ফেসবুক মেসেঞ্জার চালাতে চালাতে
সময় যাচ্ছে যে বয়ে
দিনের পর দিন চলে যায়
পড়ালেখা উঠেছে লাটে
মোবাইলের নেশায় ডুবে অাছি
অামার কোনো চিন্তা নেই বটে
পরীক্ষা যখন সামনে অাসে
অামার তখন হুস ফিরে
হায় হায় কিছু তো পড়া হয়নি
এখন তুর কি হবে রে
মা বলেছে পাস না করিলে
ঠেলাগাড়ি দিবে ধরিয়ে
এসব কথা মনে পড়িলে
গলা যে যায় শুকিয়ে
কেন যে সময় অপচয় করলাম
এখন বসে বসে অাপসোস কর
অামার মা ঠিকি বলে
সময়ের কাজ সময়ে কর
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Leave a Reply
You must be logged in to post a comment.