ছুয়ে দেখি কত চেনা গন্ধ আছে বাকি

Afreen Afreen (Bangla) ft. Tanmoy | Nusrat Fateh Ali Khan | Bangla New Song | Folk Studio 2018

ছুয়ে দেখি কত চেনা গন্ধ আছে বাকি

যত্নে তাকে ভালোবেসে আতর দানে রাখি

কাছাকাছি তাকে পাওয়া সবকিছু ভুলে চাওয়া
খেলায় খেলায় সে দিয়েছে ফাঁকি

চোখ তার কথা বলে হাসায় হাসি
ছোয়া পাগল করে

বেসামাল হয়ে শুধু বেঁচে আছি
জাগি কেমন করে

ঘুম ঘুম শহর কাটে না ঘোর
আবছায়া আলোতে

সব হারিয়ে আজ হয়েছি তার ই

কি জাদু করেছে সে বোঝা দায়
বশ হয়েছি আমি

কেড়ে নিয়ে ঘুম আমার রাত জাগায়
এ কেমন পাগলামি

ঘুম ঘুম শহর কাটে না ঘোর
আবছায়া আলোতে

সব হারিয়ে আজ হয়েছি তার ই

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Comments

Leave a Reply