The way to get started is to quit talking and begin doing.

— Walt Disney

ছিদ্র

আমাদের ছিদ্রগুলি বাড়তে বাড়তে অনেক বড় হয়ে যায়
আমাদের চরিত্রগুলি নষ্ট হবে বলে বেরিয়ে পড়ে
জ্যোৎস্নার কলঙ্ক ঢুকে ঘরময় দীর্ঘ ছায়া ফেলে

আমরা কলঙ্কের সঙ্গে খেলা পাতি
নির্লজ্জ আমাদের বন্ধুও আসে
তারপর হাসে
অনেক হাসির রাত কেটে যায় নির্ঘুমে

যখন যেমন ইচ্ছে করে
ছোটখাটো আকাঙ্ক্ষারাও দেহ বিক্রি করতে বেরিয়ে যায়
আমাদের আকাঙ্ক্ষারা ক্রমশই বেশ্যা হতে থাকে

আমাদের পাঠশালা নেই
অন্ধকারে ঢাকা ছিদ্রগুলি অন্ধকার খায়
কখনও শেয়াল আসে, কখনও গুঞ্জন করে পাখি
আমাদের ভোর নেই
কখনও কখনও তবু ছিদ্র দিয়ে আরও ছিদ্র অন্বেষণ করি…

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply