সারারাত্রি বৃষ্টি হইল ।
বৃষ্টিতে ভিজিলাম না ।
তবু জ্বর আসিল ।
কাঁপিতে লাগিলাম ।
মনে হইল একটা পাহাড় হইতে
কেহ গড়াইয়া দিতেছে ।
গড়াইতে গড়াইতে নীচে পড়িতেছি ।
সকালে আকাশ হাসিল না ।
সূর্য রক্তচক্ষু ছড়াইয়া দিল ।
সারাদিন কতকগুলি কালোরঙের
পাখি ডাকিল ।
আমাকে পাখির ডাকও ভালো লাগিল না ।
জানালা খুলিয়া ফ্যাকাশে চোখে চাহিয়া রহিলাম ।
ওষুধ আসিল না ।
পথ্য আসিল না ।
মৃত মায়ের করস্পর্শ উপলব্ধি করিয়া
চুপচাপ জাগিয়া রহিলাম ।
বাবা পরকালের গান গাহিয়া ফিরিল ।
Writer: তৈমুর খান
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1