চোখ মেললেই দেখি তোমাকে
চোখ বুজলেই পাই আরো কাছে
তারও বেশি ভালবাসা আমি দিতে চাই
যত ভালবাসা পৃথিবীতে আছে
ভালবাসি বড় ভালবাসি
এর বেশি ভালবাসা যায় না
ও আমার প্রাণ পাখি ময়না
ভালবাসি বড় ভালবাসি
এর বেশি ভালবাসা যায় না
ও আমার প্রাণ পাখি ময়না
সূর্যের বুকে আছে যতটা আলো
তারও বেশি তোমাকে বেসেছি ভাল
রাত যত ভরে থাক আঁধার কালোয়
আলোকিত হতে চাই তোমার আলোয়
ভালবাসি বড় ভালবাসি
এর বেশি ভালবাসা যায় না
ও আমার প্রাণ পাখি ময়না..
chokh mellei dekhi tomake lyrics
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1