The way to get started is to quit talking and begin doing.

— Walt Disney

চোখ মেললেই দেখি তোমাকে

চোখ মেললেই দেখি তোমাকে
চোখ বুজলেই পাই আরো কাছে
তারও বেশি ভালবাসা আমি দিতে চাই
যত ভালবাসা পৃথিবীতে আছে
ভালবাসি বড় ভালবাসি
এর বেশি ভালবাসা যায় না
ও আমার প্রাণ পাখি ময়না
ভালবাসি বড় ভালবাসি
এর বেশি ভালবাসা যায় না
ও আমার প্রাণ পাখি ময়না
সূর্যের বুকে আছে যতটা আলো
তারও বেশি তোমাকে বেসেছি ভাল
রাত যত ভরে থাক আঁধার কালোয়
আলোকিত হতে চাই তোমার আলোয়
ভালবাসি বড় ভালবাসি
এর বেশি ভালবাসা যায় না
ও আমার প্রাণ পাখি ময়না..

chokh mellei dekhi tomake lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply