চিৎকার

	
	

























































			
			











মানুষ যখন পথ চিনিবার জন্য চেষ্টা ও পরিশ্রম করে তখন আমি তাহাদিগকে আমার পথ চিনাইয়া থাকি৷ – পারা 21, সুরা আনকাবুত-7

— আল কোরআন

চিৎকার

ধর্ষিতা মা আজ পথে পথে ঘুরছে,
বাচ্চা মেয়েটা ও ধুকে ধুকে মরছে,
আমার বোনটা যে ভিক্টিম হচ্ছে,
সুশীল সমাজ শুধু চেয়ে চেয়ে দেখছে।
বিচার পায় নি আজও তনু আর নুসরাত
মেয়েদের জন্য প্রতিটাই কালোরাত।
দিন দিন বাড়ছে অমানুষ হায়না,
ওমরের শাসন কি ফিরিয়ে আনা যায় না?
যেখানে নেই কোন বোনের নিরাপত্তা,
সেখানে রয়েছে শুধু কলুষিত আত্মা।
সমাজ টা হচ্ছে নিচু থেকে নিচুতর,
মিনিটে মিনিটে যেথা হয় শুধু অনাচার।
ওরে ও দেশ নেতা, তুমি কত বড় হোতা
তোমার কানে কি যায় না এই আত্ম চিৎকার?
করি না ভরসা আর, পারনি দিতে সুবিচার।
নয় মাসের যুদ্ধে এই কি স্বাধীন?
যেথা নারী ধর্ষিতা পুরুষের অধিন।
আমার বোনটা যে চিৎকার করছে,
বিচারের দাবিতে কত কড়া নাড়ছে,
হাই কোর্ট, জজ কোর্ট কত কোর্ট ঘুরছে
মানুষ্য সমাজে তারে ধর্ষিতা ডাকছে।
রাস্তায় র‍্যালী করে, হাতে মোমবাতি নিয়ে,
সমাধিতে ফুল দিয়ে, কত শোক সভা করে,
ফেরাতে পারবে কি, মৃত ওই বোনটারে?
সূর্য টা পশ্চিমে যাবে যখন অস্ত,
বের করে ধর্ষক, গুড়িয়ে দাও মস্ত।
সম্মুখে গুলি করে, মার ঐ পিচাশেরে,
পাক সাফ করে দাও আমার এই দেশটারে।
(শিবলী সাদিক)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply