Ambition is like love, impatient both of delays and rivals.

— Buddha

চিঠি দিও

এস. এ. ইসলাম

চিঠি দিও!
মোরে একখানা চিঠি দিও।
সাদা কাগজে , কালো কলমে লেখা চিঠি দিও।
মোরে নেত্রের জলে লেখা একখানা চিঠি দিও।

মনে আছে?
যাওয়ার সময় ফিরে ফিরে বলেছিলে,
চিঠি দিব তোমায় রোজ প্রহরে।
তোমার যাওয়ার আজ দেড় বছর হলো
আজো পাইনি তোমার একখানা চিঠিও!
অপেক্ষার প্রহর গুনি আমি;
অপেক্ষায় থাকি পোস্টঅফিসের সামনে,
পথের ধারে , বৃষ্টিতে ভিজে ;
অপেক্ষায় থাকি আমি।

চিঠি দিও , মোরে একখানা চিঠি দিও !

মনে আছে , সেদিনের সেই কথাগুলি ?
হাত ধরে চলা , দুজনার কত স্মৃতি!
ভুলে গেছ? আমি ভুলিনি।
আজো তোমার চিঠির অপেক্ষায় থাকি
পোস্টঅফিসের সামনে, পথের ধারে –
বৃষ্টিতে ভিজে।
আমি অপেক্ষায় থাকি।
চিঠি দিও , মোরে একখানা চিঠি দিও !

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply